• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০১৯, ০২:৩১ পিএম

সমালোচকদের একহাত নিলেন সানিয়া মির্জা 

সমালোচকদের একহাত নিলেন সানিয়া মির্জা 
ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। ছবি- টুইটার

 

গত ১৪ ফেব্রুয়ারি ভারতশাসিত জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলা ঘটনায় এখনো শোকে স্তব্ধ পুরো ভারত। বিশ্বের অন্যান্য দেশ থেকেও এই জঙ্গি হামলায় উঠেছে নিন্দার ঝড়। তবে দেশের দুঃসময়ে নতুন ঘটনার জন্ম দিয়ে সমালোচনার কেন্দ্রে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। 

গত বৃহস্পতিবার (১৪, ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন পোশাক পরিধান করে ছবির মাধ্যমে তা ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই তারকা। আর জাতীয় এই শোকের মুহূর্তে তার এ কাজে ক্ষেপে গেল গোটা দেশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বা টুইটারে ঢুঁ মারলেই চোখে পড়ছে সানিয়া মির্জার সমালোচনা করে লেখা একের পর এক পোস্ট। তবে এতে অনুতপ্ত হওয়া তো দূরে থাক, উল্টো সমালোচকদের একহাত নিলেন সানিয়া মির্জা। 

রোববার (১৭, ফেব্রুয়ারি) ফেসবুক ও টুইটারে সমালোচনার জবাব দেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী। সমালোচকদের উদ্দেশ্য করে তিনি লেখেন, 'এই পোস্টটি তাদের জন্য যারা মনে করেন তারকাদের এ ঘটনায় (পুলওয়ামা আক্রমণ) নিন্দা জানাতেই হবে। টুইটার, ইন্সটাগ্রামসহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে আমাদের দেশপ্রেমিক ও দেশের জন্য আমাদের ভালোবাসা প্রমাণ করতে হবে... তা কেন? কারণ আমরা যশস্বী ব্যক্তি। আর আপনাদের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা তাদের হতাশা আর আর ক্রোধ ব্যক্ত করার নামে ঘৃণা ছড়াচ্ছে। ঘৃণা ছড়ানোর জন্য প্রত্যেকটি সুযোগই কি লুফে নিতে হবে?' 

নিজেকে দেশপ্রেমিক প্রমাণ করতে সবার সঙ্গে গা না ভাসালেও চলবে বলে মনে করেন তিনি। সানিয়া মির্জা আরও লেখেন, 'আমরা যে জঙ্গিবাদের বিপক্ষে তা প্রমাণ করতে জনসন্মুখে এসে গলা ফাটাতে হবে না। অবশ্যই আমরা সন্ত্রাসবাদের পক্ষে নই। আর যারা এসব ছড়ায় তাদের পাশেও নেই এবং যেকোনো সুস্থ মস্তিষ্কের মানুষই এ কথা বলবেন। আমি আমার দেশের জন্য খেলি। ঘাম ঝরাই। এভাবেই আমি আমার দেশকে সেবা করি। আমি সিআরপিএফ জওয়ান এবং তাদের পরিবারের পাশে আছি। আমার সহানুভূতি তাদের প্রতি। তারা আমাদের সত্যিকারের নায়ক। কারণ তারা আমাদের দেশের দেখভাল করে।' 

১৪ ফেব্রুয়ারিকে কালো দিন আখ্যায়িত করে সানিয়া মির্জা লেখেন, '১৪ ফেব্রুয়ারি ভারতের জন্য একটি কালো দিন হয়ে থাকবে। আশা করছি ভবিষ্যতে হয়তো আর এমন কোনো দিন আমাদের দেখতে হবে না। কোনো রকমের শোকজ্ঞাপনই এর জন্য প্রযোজ্য নয়। এ দিনের কথা কখনো ভুলবার নয়, আর কখনো ক্ষমা করে দেয়ার মতোও নয়। তবে আমি শান্তির জন্য প্রার্থনা করে যাবো এবং আপানারাও ঘৃণা প্রদর্শন না করে প্রার্থনা করে যান।'   

 

এসএইচএস