• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২০, ০৪:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৩, ২০২০, ০৪:৩৫ পিএম

রাজধানীর প্রবেশদ্বার সাভার উপজেলা লকডাউন

রাজধানীর প্রবেশদ্বার সাভার উপজেলা লকডাউন
প্রতীকী ছবি

কোভিড-১৯ এর প্রার্দুভাব ঠেকাতে রাজধানীর প্রবেশদ্বার সাভার উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। 

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমান। 

তিনি জানান, রাজধানীসহ আশে-পাশের সব জেলা ও উপজেলার সঙ্গে সড়কপথ বিচ্ছিন্ন করা হয়েছে। যাতে অন্য জেলা বা উপজেলার আক্রান্ত ব্যক্তিরা ভাইরাস ছড়াতে না পারে। একই সাথে সাভার উপজেলার লোকজন অন্যস্থানে ও অন্যস্থানের লোকজন সাভারে প্রবেশ করতে পারবে না বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সাভারকে করোনামুক্ত রক্ষার্থে আমিনবাজার বর্ডার, কাউন্দিয়া সীমান্ত, ভাকুর্তার মোগরাকান্দা, বটতলা হজরতপুর ব্রিজ লকডাউন করার জন্য সব ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়েছে।

এসএমএম  

আরও পড়ুন