• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২০, ০৩:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৩, ২০২০, ০৩:৪৫ পিএম

কোভিড-১৯

রাজশাহীতে ৪৩ বাড়ি ও প্রতিষ্ঠান লকডাউন

রাজশাহীতে ৪৩ বাড়ি ও প্রতিষ্ঠান লকডাউন

রাজশাহীতে কোভিড আক্রান্ত রোগীর বাড়িসহ ৪৩ টি বাড়ি ও প্রতিষ্ঠান লকডাউন করেছে জেলা প্রশাসন।

রোববার (১২ এপ্রিল) রাজশাহীতে প্রথম কোভিড আক্রান্ত রোগী শনাক্ত হলে ওই রোগীর বাড়ির আশপাশ ও তার শ্বশুরবাড়িসহ মোট ৭টি স্থানের ৪০টি পরিবারকে লকডাউন করা হয়।

লকডাউন করা হয়েছে দু’টি ওষুধের দোকান ও একটি ফিলিং স্টেশন।

দেশ ও বিদেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে আসা ৪০ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সোমবার (১৩ এপ্রিল) নতুন করে কোভিড সংক্রমিত সন্দেহে একজনকে আইসোলেশন ওয়ার্ড রাজশাহীর সংক্রমিত ব্যাধী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামাজিক দূরত্ব নিশ্চিতে সেনাবাহিনী, পুলিশ ও ভ্রাম্যমান আদালত তৎপরতা জোরদার করেছে।

এসএমএম

আরও পড়ুন