• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২০, ০৭:১৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৬, ২০২০, ০৭:১৫ পিএম

বাইরে বেরোলেই আক্রান্ত রোগীর সেবা করতে হবে

বাইরে বেরোলেই আক্রান্ত রোগীর সেবা করতে হবে
ভাইরাল হওয়া সেই পোস্ট ● সংগৃহীত

সিলেটের ছাতক উপজেলায় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কাউকে যদি কোনও কারণ ছাড়াই কাউকে ঘরের বাইরে পাওয়া যায় তাহলে তাকে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সেবা এবং এই রোগে মৃত ব্যক্তির দাফন কাজে নিয়োজিত করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবিরের এই সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ।

বুধবার (১৫ এপ্রিল) ‘ইউএনও ছাতক’ নামে একটি ফেসবুক পেজে এ সংক্রান্ত পোস্ট দেয়া হয়। মুহূর্তেই সেটা ভাইরাল হয়ে পড়ে।

এ ব্যাপারে গোলাম কবির জানান, সিলেটে এখন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলক কম হওয়ায় উপজেলার মানুষরা সেরকম সচেতন না।

তিনি বলেন, গ্রামের মানুষের ধারণা যে করোনা তাদের ধরবে না। আমরা অনেক বলেও বোঝাতে পারছি না। তাই ভিন্নভাবে ম্যাসেজটা দেয়ার চেষ্টা করেছি যাতে মানুষ বাড়িতে থাকার প্রয়োজনীয়তাটা বুঝতে পারে।

ফেসবুকের ওই পোস্ট বেশিরভাগ মানুষ তার এই সিদ্ধান্তের পক্ষে মন্তব্য করেন।

তাদের মধ্যে একজন বলেন, এসব মানুষকে উল্লেখিত কাজে লাগিয়ে দিলে, এই মেসেজটি সবার কাছে দ্রুত পৌঁছে যাবে। তখন মানুষ আর প্রয়োজন ছাড়া বাসা-বাড়ি থেকে বেরিয়ে আসবেনা।

এসএমএম

আরও পড়ুন