• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২০, ০৪:৫১ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২০, ২০২০, ০৪:৫১ পিএম

চিকিৎসক, পুলিশসহ কিশোরগঞ্জে আরও ২৩ জনের করোনা শনাক্ত

চিকিৎসক, পুলিশসহ কিশোরগঞ্জে আরও ২৩ জনের করোনা শনাক্ত

ঢাকা-নারায়ণগঞ্জ ও গাজীপুরের পর কিশোরগঞ্জেও করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। জেলার তিন উপজেলা- ভৈরব, অষ্টগ্রাম ও হোসেনপুরের ৪০ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের পজিটিভ পাওয়া গেছে।

নতুন আক্রান্তদের মধ্যে- ৬ জন চিকিৎসক, স্বাস্থ্য বিভাগের ১০ জন এবং পুলিশের ৪ সদ্স্য রয়েছেন।

রোববার (১৯ এপ্রিল) জেলা সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, কিশোরগঞ্জ জেলা থেকে শনিবার (১৮ এপ্রিল) ১২৫ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। তাদের মধ্যে ৪০ জনের ফলে পুরাতন তিনজনসহ মোট ২৩ জনের পজিটিভ এসেছে। বাকিদের ফল এখনও আসেনি।

শনিবার (১৮ এপ্রিল) পর্যন্ত জেলায় ১৯ চিকিৎসকসহ মোট ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। রোববার (১৯ এপ্রিল) নতুন করে ২৩ জন শনাক্ত হওয়ায় এই ভাইরাসে কিশোরগঞ্জ জেলায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৯৯ জন হয়েছে।

কিশোরগঞ্জে মোট আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ২৫ জন চিকিৎসক, ১৮ জন স্বাস্থ্যকর্মী, ৯ জন পুলিশ সদস্য ও একজন প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন।

এসএমএম

আরও পড়ুন