• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২০, ০৬:০৪ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৮, ২০২০, ০৬:০৪ পিএম

সোনারগাঁয়ে ২ বছরের শিশুসহ আক্রান্ত ৭

সোনারগাঁয়ে ২ বছরের শিশুসহ আক্রান্ত ৭

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একদিনে ২ বছরের শিশুসহ ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার ( ২৮ এপ্রিল) দুপুরে ১৮ জনের নমুনা পরীক্ষায় মধ্যে ৭ জনেরই করোনা পজেটিভ বলে নিশ্চিত করেছেন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল সোনারগাঁ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ২৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠান। এর মধ্যে ১৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে ৭ জনের করোনা পজেটিভ এসেছে। বাকি রিপোর্ট দু’একদিনের মধ্যে পাওয়া যাবে বলে জানা যায়।

ডা. পলাশ কুমার সাহা বলেন, আক্রান্তদের মধ্যে শম্ভুপুরা ইউনিয়নের চেলারচর গ্রাামের একই বাড়ির ৪ জন। তাদের মধ্যে দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে। একই ইউনিয়নের চেলারচরের পার্শ্ববর্তী একরামপুর গ্রামের ২ জন এবং বৈদ্যের বাজার ইউনিয়নের হাড়িয়া গ্রামের ১ জন রয়েছে। করোনা রোগী সবচেয়ে বেশি শম্ভুপুরা ও বৈদ্যের বাজার ইউনিয়নে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) পর্যন্ত সোনারগাঁয়ে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ২১ জন। এরমধ্যে ২ জন মৃত্যু বরণ করেছেন। 

এসএমএম

আরও পড়ুন