• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৬, ২০২০, ০৩:৩০ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৬, ২০২০, ০৩:৩০ পিএম

কোভিড-১৯

চুয়াডাঙ্গায় ২ ম্যাজিস্ট্রেটসহ ৩৫ জন শনাক্ত

চুয়াডাঙ্গায় ২ ম্যাজিস্ট্রেটসহ ৩৫ জন শনাক্ত

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫ করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমিত রোগী শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। তাদের মধ্যে জেলা প্রশাসনের দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট, সদর হাসপাতালের একজন চিকিৎসক, আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নয় জন স্বাস্থ্যকর্মী, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই জন স্বাস্থ্যকর্মী ও জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মী আছেন।

শনিবার (১৬ মে) দুপুরে চুয়াডাঙ্গা জেলা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় ও আজ সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে মোট ১০৮টি নমুনা পরীক্ষার প্রতিবেদন আমাদের হাতে আসে। নতুন করে ৩৫ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। সদর উপজেলার ১৭ জন, আলমডাঙ্গা উপজেলার নয় জন, দামুড়হুদা উপজেলার আট জন ও জীবননগর উপজেলার একজন।

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে চুয়াডাঙ্গায় আসা ৪৩৫ জনকে হোম কোয়ারেন্টিনে, ১৭ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে, ২৬ জনকে হোম আইসোলেশনে ও ১৪ জনকে হাসপাতাল আইসোলেশনে রাখা হয়েছে।

এসএমএম

আরও পড়ুন