• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২২, ১২:০২ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৪, ২০২২, ১২:০২ এএম

আসছে ‘আরআরআর-২’

আসছে ‘আরআরআর-২’
ছবি ● সংগৃহীত

এসএস রাজামৌলি পরিচালিত ছবি ‘আরআরআর’ ছবিটি বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করে।

সুপারহিট এই ছবি ঘিরে দর্শকদের মধ্যে আলাদা রকমের উত্তেজনা ছিল। রামচরণ ও জুনিয়র এনটিআর অভিনীত ছবির সিক্যুয়ালের অপেক্ষায় ছিলেন সিনেপ্রেমীরা।

এবার জানা গেল, ছবিটির পার্ট-২ আসছে।

সম্প্রতি শিকাগোয় এক অনুষ্ঠানে পরিচালক রাজামৌলি জানান, তার বাবা বিজয়েন্দ্র প্রসাদ ‘আরআরআর’-এর সিক্যুয়াল চিত্রনাট্যের ওপর কাজ করছেন।

পরিচালক  আরও জানান, বাবাই তার ছবির চিত্রনাট্য লিখছেন। এবার তিনি ‘আরআরআর ২’-এর কাজ করছেন। গল্প নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।

বক্স অফিসের হিসাবে 'আরআরআর' প্রায় হাজার কোটি টাকার ব্যবসা করেছে। দক্ষিণ ভারতের দুই স্বাধীনতা সংগ্রামী কোমারাম ভীম ও আল্লুরি সীতারাম রাজুর লড়াইয়ের কাহিনি নাটকীয়ভাবে সিনেমার পর্দায় ফুটিয়ে তোলেন রাজামৌলী। ছবিটি বানাতে তার খরচ হয় প্রায় ৪০০ কোটি টাকা। ভীমের চরিত্রে অভিনয় করেন জুনিয়র এনটিআর আর রাজুর চরিত্রে রামচরণ।

ছবিতে বিশেষ চরিত্রে দেখা যায় আলিয়া ভাটকে। তিনি রামচরণের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন। রামচরণের বাবার চরিত্রে অভিনয় করেন অজয় দেবগণ। জানা যায়, এই ছবিতে আলিয়ার পারিশ্রমিক ছিল ৯ কোটি টাকা।

জাগরণ/বিনোদন/বক্সঅফিস/এসএসকে