• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২০, ০২:২৯ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৪, ২০২০, ০২:২৯ পিএম

চিকিৎসক ও নার্সদের জন্য পাঁচ তারকা ও অভিজাত হোটেল বরাদ্দ

চিকিৎসক ও নার্সদের জন্য পাঁচ তারকা ও অভিজাত হোটেল বরাদ্দ
ফাইল ছবি

করোনা আক্রান্তদের সেবায় নিয়োজিত চিকিৎসক ও নার্সদের নিরাপদে অবস্থানের জন্য, রাজধানীর পাঁচ তারকা ও অভিজাত হোটেলে ৫৮০টি কক্ষ বরাদ্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্র্রিল) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. মোহাম্মদ আমিনুল হাসানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যকর্মীদের অবস্থান বা কোয়ারেন্টাইনের জন্য ১৯টি হোটেলের কক্ষ বরাদ্দ করা হয়েছে।

এই হোটেলের মধ্যে আছে ঢাকা রিজেন্সি, প্যান প্যাসিফিক সোনারগাঁও, লা মেরিডিয়ান, রাজমনি ঈঁশা খা, হোটেল ৭১ ইত্যাদি।

এখানে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান, মহানগর জেনারেল হাসপাতাল এবং কমলাপুরের জেনারেল হাসপাতালের চিকিৎসক ও নার্সরা থাকবেন।

দেশে করোনা চিকিৎসায় নিয়োজিত বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে।

বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন-বিডিএফ এর দাবি, এখন পর্যন্ত ৪১ চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন দু’জন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জের চিকিৎসকরা।

সরকারি বেসরকারি হাসপাতাল মিলিয়ে ১০ জন নার্স করোনাভাইরাসে আক্রান্ত। তাদের মধ্যে দুই জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এসএমএম

আরও পড়ুন