• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১১, ২০২১, ০২:০৫ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৫, ২০২১, ০৪:২৮ পিএম

বাড়িতে কোন গাছ কোথায় লাগাবেন

বাড়িতে কোন গাছ কোথায় লাগাবেন

বাড়িতে অনেকেই শখের বাগান করেন। গাছের চারা কিনে এনে ইচ্ছেমতো গাছ লাগিয়ে নিলেন। আপনি কি জানেন, ইচ্ছেমতো এদিক-সেদিক গাছ লাগালে বাড়ির সৌন্দর্য যেমন নষ্ট হয়, তেমনি গাছ সঠিকভাবে বেড়ে উঠে না।

বাস্তু বিশেষজ্ঞদের মতে, গাছ লাগানোর কিছু নিয়মকানুন আছে। তা জেনে গাছ লাগানো উচিত। এতে গাছের বৃদ্ধি দ্রুত হয়।

বাড়ির কোন দিকে, কোথায়, কোন গাছ লাগাবেন, এই নিয়ে কিছু ধারণা দিয়েছেন বাস্তু বিশেষজ্ঞরা। 

  • বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, বড় ও লম্বা গাছগুলো দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে কিংবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে রাখা উচিত। এতে পর্যাপ্ত আলো বাতাস পাবে। গাছগুলো দ্রুত বেড়ে উঠবে। 
  • বড় গাছগুলো এমনভাবে রোপণ করতে হবে, যাতে শিকড় দৃঢ়ভাবে মাটিতে আঁকড়ে থাকে।
  • তুলসীগাছ উত্তর, পূর্ব বা উত্তর-পূর্ব দিকের দিকে রাখুন।
  • ছোট-বড় ফুল গাছগুলো দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রাখা ভালো।
  • সজনে, হলুদ, জামরুল, কাঁঠালের মতো গাছ বাড়়িতে না লাগানো ভালো।
  • ছোট শরবগুলো উত্তর পূর্ব দিকের মধ্যে সবচেয়ে ভালো হয়।
  • ছোট কিংবা ঝোপজাতীয় গাছ বাড়িতে উত্তর-পূর্ব দিকে লাগাতে পারেন। 
  • বাড়িতে বনসাই গাছ না লাগানোই ভালো।
  • বাড়িতে ঔষধি গাছ লাগাতে পারেন। তুলসী বা নিমের মতো গাছ থাকা ভালো। নিমগাছ বাড়ির পেছনে লাগিয়ে নিন।
  • সবজি গাছ বাড়ির খোলা স্থানে লাগান। লতাপাতা ছড়িয়ে পড়া গাছগুলোর জন্য় মাচার ব্যবস্থা রাখুন।
  • ফুলের গাছগুলো বাড়ির বারান্দায় লাগিয়ে নিতে পারেন। তবে পর্যাপ্ত আলো-বাতাস নিশ্চিত করুন।
  • ছোট টবে বড় গাছ লাগানো যেমন অনুচিত তেমনি বড় টবে ছোট গাছও লাগাবেন না।
  • বাড়ির ছাদে কিংবা আঙিনায় টবে ফলের গাছ লাগাতে পারেন। পেয়ারা, আমলকী, জাম্বুরা, ট্রবেরি, ডালিম, লেবু, মরিচ গাছ ছাদে বা ড্রামে লাগিয়ে নিন।

আরও পড়ুন