• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২১, ০১:১৭ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৭, ২০২১, ০১:১৭ পিএম

উপহাস সংক্রান্ত

উপহাস সংক্রান্ত

আমার বিষাদের আয়ু অন্তহীন, আর শোকের জন্মান্তর 
এইসব উপহাস নিয়ে যতদিন পারো, বেঁচে থাকো ঈশ্বরী।
আমি তো বিষাদ রেখেছি চেনা গ্রীবাদেশে, ভাঁজের রহস্যে,
ছেড়ে আসা গমরঙ ত্বকের আবহে, জুড়ে আছি বলে।

নাভিতট থেকে যতদূর বিস্তৃত ছিল সুরম্য উপত্যকা,
শ্বাসের সরণি বেয়ে যতদূর জেগে ছিল আরোগ্যের ঘ্রাণ
ততদূর বিষাদ রেখেছি, ছেড়ে আসা অনিঃশেষে, অজান্তেই।

কাউকে সম্পূর্ণ জানতে দিইনি বলে, প্রকৃত আয়নার গল্প
অপঠিত আছে, তোমার চাবি-হারানো তালাটির পিছনে।
তুমিও যে কেন বিষাদ লিখেছো জীবনরেখায়, যাবতীয় গরলের পরে!