• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মার্চ ৩১, ২০২১, ০৩:১২ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৩১, ২০২১, ০৩:৩৫ পিএম

বইমেলা বন্ধ হবে সন্ধ্যা সাড়ে ছটায়

বইমেলা বন্ধ হবে সন্ধ্যা সাড়ে ছটায়

করোনার কারণে রাত ৮টার পরিবর্তে এখন থেকে প্রতিদিন বইমেলা বন্ধ হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। 

বুধবার (৩১ মার্চ) জাগরণ অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা পিয়াস মজিদ।

তিনি বলেন, “এর আগে রাত ৯টায় বইমেলা বন্ধ হতো। গত কয়েক দিন রাত ৮টায় বন্ধ হয়েছে। এখন থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টায় বন্ধ হবে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলা একাডেমি এ সিদ্ধান্ত নিয়েছে।”

পিয়াস মজিদ আরও জানান, মেলায় আগত দর্শনার্থী, বিক্রেতা সবাইকে স্বাস্থ্যবিধি মানার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে মেলা কর্তৃপক্ষ।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার (২৯ মার্চ) ১৮ দফা নির্দেশনা জারি করেছে সরকার। সেখানে জনসমাগম সীমিত করার বিষয়টি উল্লেখ করা হয়েছে।