• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২১, ০২:৫৯ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৩, ২০২১, ০৩:০৪ পিএম

বইমেলা খোলা নিয়ে সিদ্ধান্ত বিকেলে

বইমেলা খোলা নিয়ে সিদ্ধান্ত বিকেলে

করোনার সংক্রমণ রোধে সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। এই পরিস্থিতিতে বইমেলা বন্ধ করে দেওয়া হবে, নাকি এক সপ্তাহ স্থগিত করা হবে—এ বিষয়ে বিকেলে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অমর একুশে বইমেলা উদযাপন কমিটির সদস্য সচিব জালাল আহমেদ।

শনিবার (৩ এপ্রিল) এ কথা জানিয়ে সদস্য সচিব বলেন, “লকডাউনে বইমেলা খুলে রাখার অবকাশ নেই। তাই কী করা হবে, সেটা ঠিক করতে বিকেলে বসব। এরপর সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।”

এদিকে বইমেলা চলবে কি চলবে না—এ বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেছেন, “আমরা সরকারি নির্দেশনার জন্য অপেক্ষা করছি। সরকারের নির্দেশনায় করোনার মধ্যে বইমেলা হয়েছে। এখন সরকার যে সিদ্ধান্ত দেবেন, সেভাবেই আমরা সিদ্ধান্ত পালন করব। এ ব্যাপারে বাংলা একাডেমির নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই।”