• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ১২, ২০২১, ০৫:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ১২, ২০২১, ০৫:৩৯ পিএম

উল কাটা-কুটি । শুক্লা গাঙ্গুলি

উল কাটা-কুটি । শুক্লা গাঙ্গুলি

উলের কাটায় ঘর তুলি—টু প্লাই উল সাথে
দশ নম্বর কাটা একটু সরু। আগলে রাখি হাতে—রাত বাড়ে—ঘর ওঠে—মন জমে
ঘর সাইজ নকশা সবটাই নির্ভর করে মনে—
মনই জানে ঘর কারসাজি—উল্টো দুই
সোজা চার একটু ঘুরিয়ে সামনে টেনে—কাটায় উলোট পুরাণ। পরের কাটা সব উল্টো— যেন জীবনের গৎ ছকবিহীন—
হাত দুটো হাল্কা গরমে দিশেহারা। রঙের
গভীরে নির্দিষ্ট ফর্মে ফেলে প্রহর গোনা—কত শত কথা রাজনীতি থেকে অর্থনীতি
ইংলিশ কালো চা ক্যালিফোর্নিয়ার ফি বছরের আগুন—কঠিন দুঃসময়েও
বুনে চলি একের ভেতর আর এক—সমন্বয়ে
কাটা ভর্তি ঘরে—মনোযোগে ডিজাইন
দুটো ঘর বন্ধ হয়—একয়ে। সোজা উল্টোয়
এগিয়ে যাওয়া উষ্ণতায় দৈনন্দিন—
সন্তর্পণে।