জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার শতবর্ষ উপলক্ষে আলোচনা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২৯ অক্টোবর) শহরের সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার মিলানায়তনে 'সপ্তক সাহিত্য চক্র' এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিকালে সংগঠনের সভাপতি বিকাশ মজুমদারের সভাপতিত্বে আলোচনা প্রধান অতিথি ছিলেন এ্যাডভোকেট ও কবি শফিকুজ্জামান বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন নারী লেখক মমতাজ বেগম, কবি ও সাংবাদিক শামীম আহমেদ খান, লেখক ও গবেষক অধ্যাপক চৈতন্য চন্দ্র দাস, কবি ও সাহিত্যিক খান মাজহারুল হক, কবি মিয়া ওহিদ কামাল বাবলু। অনুষ্ঠানে ‘বিদ্রোহী’ কবিতার উপর প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও সাহিত্যিক ওলিউজ্জামান।
পরে সন্ধ্যায় স্থানীয় শিল্পীরা নজরুল সঙ্গীত ও কবিতা আবৃত্তি করেন।
জাগরণ/এসকেএইচ