• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২১, ০৪:১৭ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২৫, ২০২১, ০৪:১৭ পিএম

শেরপুরে যথাযোগ্য মর্যাদায় বড় দিন পালিত

শেরপুরে যথাযোগ্য মর্যাদায় বড় দিন পালিত
ছবি- জাগরণ।

খ্রীষ্টান ধর্মাম্বলীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব  “শুভ বড় দিন” যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে শেরপুর জেলার ঝিনাইগাতীতে পালিত হয়েছে। দিবসটি জাঁকজমকপূর্ণভাবে আদিবাসী অধ্যুষিত ঝিনাইগাতী উপজেলার বারুয়ামারীর সাধু জর্জের ধর্মপল্লী, মরিয়মনগর সহ একই সময়ে ১৮টি স্থানে অনুষ্ঠিত হয়েছে।

২৫ ডিসেম্বর শনিবার সকাল ৯ঘটিকায় আনুষ্ঠানিকভাবে এসব ধর্ম পল্লীগুলোতে প্রার্থনা, আলোচনা সভা ও কীর্তন অনুষ্ঠিত হয়।  মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীতে প্রার্থনা পরিচালনা করেন, ফাদার বিপুল ডেবিড দাস (সিএসসি) পালপোরহীত। থানা পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা। 

খ্রীষ্টান ধর্মাম্বলীদের ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনের জন্য উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ফারুক আল মাসুদ, সহকারি কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান তীর্থস্থান গুলো পরিদর্শন করেছেন।

অপরদিকে বড় দিন পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৮টি উপসনালয়ে ৯ মে:টন চাল বিতরণ করেন।

 

এসকেএইচ//