
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি//
কুমিল্লার তিতাসে মুক্তিযুদ্ধের স্মৃতিজড়িত ‘৭১ এর মহান মুক্তিযুদ্ধে আমরা তিন ভাই’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে তিতাস উপজেলার কৃতিসন্তান লেঃ কর্ণেল (অব:) মোঃ মনোয়ার হোসেন বীর বিক্রমের লেখা উক্ত বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এটিএম মোর্শেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শওকত আলী, দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস প্রমূখ।
একই পরিবারের তিন সন্তান লেঃ কর্ণেল (অব:) মোঃ মনোয়ার হোসেন বীর বিক্রম, বীরমুক্তিযোদ্ধা মোঃ নাজমুল হোসেন ও বীরমুক্তিযোদ্ধা মোঃ হারুন-উর-রশিদের মুক্তিযুদ্ধের বিভিন্ন চিত্র বইটিতে ফুটে উঠেছে। উক্ত বইয়ের লেখক, অপর দুইভাইসহ মোড়ক উন্মোচনে উপজেলার বীরমুক্তিযোদ্ধাগণ, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এসকেএইচ//