• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৩, ০৯:৪৭ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১২, ২০২৩, ০৩:৪৯ পিএম

এবার রনি রেজার কথা ও সুরে রুবেলের ‘তোর হাতেই মরতে চাই’

এবার রনি রেজার কথা ও সুরে রুবেলের ‘তোর হাতেই মরতে চাই’
কণ্ঠশিল্পী রুবেল ও রনি রেজা।

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ পাচ্ছে কথাশিল্পী ও গীতিকার রনি রেজার কথা ও সুরে নতুন গান 'তোর হাতেই মরতে চাই’। গানটিতে কণ্ঠ দিয়েছেন এ সময়ের তরুণ কণ্ঠশিল্পী এসএম রুবেল। ইতোমধ্যে রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং, কম্পোজিশন ও ভিডিও ধারণ সম্পন্ন হয়েছে। সব ঠিক থাকলে আগামী ১৪ ফেব্রুয়ারি গানটি ইউটিউবে অবমুক্ত করা হবে।

নতুন এই গান প্রসঙ্গে রনি রেজা বলেন, ‘এক কথায় প্রেমের বা ভালোবাসার গান বলতে যা বোঝায় এটি তেমন নয়। একটু গভীর বোধ তবে ভালোবাসয় ঠাসা কিছু কথামালায় সাজানো গানটি। কণ্ঠশিল্পী দরদ দিয়ে গানটি গেয়েছেন। সঙ্গীতায়োজন এবং কণ্ঠ চমৎকার হয়েছে। আশা করছি শ্রোতারা এবার ভিন্ন স্বাদের কিছু পাবে।’

কণ্ঠশিল্পী এসএম রুবেল বলেন, ‘রনি রেজার লেখা আমার ভালো লাগে। তার লেখা গান অনেক বড় বড় শিল্পী কণ্ঠে তুলেছেন। আমার একটা তীব্র আকাঙক্ষা ছিল। এবার সেটা বাস্তবায়ন হতে যাচ্ছে। আশা করছি শ্রোতারা খুব উপভোগ করবেন।'

উল্লেখ্য, রনি রেজার লেখা কামরুজ্জামান রাব্বীর কণ্ঠে ‘সুখের খোঁজ’ শিরোনামের গানটি শ্রোতামহলে আলোড়ন তুলেছিল। এরপর প্রবাসীদের নিয়ে লেখা নন্দিত অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর কণ্ঠে ‘দেশ থেকে বহুদূর’ গানটিও ব্যাপক জনপ্রিয়তা পায়। এছাড়া তার আরো বেশ কিছু আলোচিত গান রয়েছে। তার লেখা গল্পের বই ‘খালুইভর্তি হাহাকার’ পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলায় ঘাসফুল প্রাকশনীর স্টলে।

 

এসকেএইচ//