১৮ ঘণ্টায়ও খোঁজ মেলেনি

ছবি তোলার সময় নদীতে পড়ে গেল মেয়ে

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৫, ২০১৯, ০৬:৫২ পিএম ছবি তোলার সময় নদীতে পড়ে গেল মেয়ে
পরিবারের সদস্যদের সঙ্গে রাবেয়া - ছবি : জাগরণ

ঈদের আনন্দ উপভোগ করতে বাবার সাথে ছবি তুলতে গিয়ে যমুনা নদীতে নিখোঁজ হয় রাবেয়া (৫) নামের এক শিশু। বুধবার (১৪ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের ল্যাংড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিশুটি উপজেলার সিরাজকান্দি গ্রামের এরশাদ আলীর মেয়ে। নিখোঁজের ১৮ ঘণ্টায়ও তার সন্ধান পাওয়া যায়নি। এদিকে রাবেয়ার সন্ধানে ফায়ার সার্ভিসের উদ্ধারকাজে ব্যাঘাত ঘটায় বালু উত্তোলনের বলগেট।

শিশুর পরিবার ও স্থানীয়রা জানান, বাবা এরশাদ আলী রাবেয়াকে বালুবাহী বলগেটের ওপর দাঁড় করিয়ে ছবি তুলতে গেলে শিশুটি নদীতে পড়ে যায়। বলগেট এবং নদীতে স্রোত বেশি থাকায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও রাবেয়ার সন্ধান পাননি। পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন।

এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, খবর পাওয়া মাত্রই টাঙ্গাইল ও ভূঞাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালায়। তবে নদীতে বালু উত্তোলনের বলগেট থাকায় উদ্ধারকাজে বিঘ্ন ঘটে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত উদ্ধারকাজ চালিয়েও নিখোঁজ শিশুটির সন্ধান মেলেনি।

এনআই

আরও সংবাদ