৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৩০, ২০১৯, ০১:৩০ পিএম ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৪ বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে। এ ঘটনায় বিজিবি প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুর ২টায় হরিপুর উপজেলার আটঘরিয়া গ্রামের আইজুল হকের ছেলে রুবেল মিয়া (২৫) ও মো. জালাল উদ্দিন (২২), একই গ্রামের মো. জয়নুল হকের ছেলে মাহাবুব আলম (১৬) এবং মীরগড় (চাতোর) গ্রামের সামসুল হকের ছেলে মো. মাসুম মিয়া (২৪) ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী বিওপির ৩৬৯ নং পিলারের পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালান। ওই সময় ভারতীয় ১৪৬ নারগাঁও ক্যাম্পের বিএসএফ জোয়ানরা টের পেয়ে তাদের আটক করে এবং অবৈধ অনুপ্রবেশের অপরাধে উত্তর দিনাজপুর জেলার গোয়াল পুকুর থানায় সোপর্দ করে। এ ঘটনায় ভারতের ওই থানায় মামলা হয়েছে।

এদিকে ৫০ বিজিবির পক্ষ থেকে ৪ বাংলাদেশি নাগরিককে ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। ৫০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এনআই

আরও সংবাদ