• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৪, ২০১৯, ১০:০৪ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৪, ২০১৯, ১০:০৪ পিএম

৩ বছর পর দেশে ফিরলেন ববিতা

৩ বছর পর দেশে ফিরলেন ববিতা
৩ বছর পর বেনাপোলে স্বজনদের সাথে ববিতা রানী  -  ছবি : জাগরণ

ভারতে পাচার হওয়া ববিতা রানী (২৩) নামের এক বাংলাদেশি তরুণীকে তিন বছর পর ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২৪ আগস্ট) বিকালে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ভারতের পেট্রাপোল বিএসএফ বেনাপোল চেকপোস্ট বিজিবির কাছে হস্তান্তর করে।

জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি এনজিও সংস্থা ববিতাকে পরিবারের কাছে পৌঁছে দিতে নিজেদের জিম্মায় নিয়েছে। ফেরত আসা বাংলাদেশি তরুণী নীলফামারী জেলার সদর থানার বাসিন্দা।

জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর শাখার তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা এবিএম মুহিত হোসেন জানান, ভালো কাজের প্রলোভনে তিন বছর আগে ববিতা রানী দালালের খপ্পরে পড়ে সীমান্তের অবৈধ পথে ভারতে যান। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাকে আটক করে। সেখান থেকে ভারতের কলকাতার হাওড়ার ‘লিলুয়া’ নামের একটি শেল্টার হোম তাদেরকে ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। প্রায় তিন বছর সেখানে থাকার পর শনিবার তিনি দেশে ফিরেছেন। 

এবিএম মুহিত হোসেন আরো বলেন, দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ায় তাকে দেশে ফেরার ব্যবস্থা করা হয়। শনিবার রাতেই বেনাপোল পোর্ট থানা থেকে তাকে নিয়ে যশোরে রওনা দিয়েছেন তারা। প্রথমে তাকে যশোরের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়া বলেও জানান তিনি।

বেনাপোল আইসিপি বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার বাকী বিল্লাল জানান, কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাকে পোর্ট থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।

এনআই

আরও পড়ুন