সাতক্ষীরায় ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০১৯, ০৯:১৮ এএম সাতক্ষীরায় ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরার তালা উপজেলায় রহিমা বেগম (৪৩) নামের এক গৃহবধূ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১১টার দিকে তিনি মারা যান। রহিমা বেগম তালা সদর ইউনিয়নের আটারই গ্রামের রফিকুল ইসলাম মোড়লের স্ত্রী।

মৃতের ছেলে হারুন মোড়ল জানান, তার মা ডায়বেটিস রোগে ভুগছিলেন। গত কয়েকদিন আগে হঠাৎ করে প্রচণ্ড জ্বর হয় তার মার। জ্বর কমতে না থাকলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষা করলে গত (৪ সেপ্টেম্বর) বুধবার মায়ের ডেঙ্গু জ্বর ধরা পড়ে।  

তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, রহিমা বেগমের ডেঙ্গু রোগ ধরা পড়ে। খুলনা মেডিকেল হাসপাতালে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে।

কেএসটি

আরও সংবাদ