বান্দরবানে প্রথম ডেঙ্গু রোগীর মৃত্যু

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০১৯, ০২:০৭ পিএম বান্দরবানে প্রথম ডেঙ্গু রোগীর মৃত্যু

এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান উহ্লাচিং মার্মার সহধর্মীণি ডমেচিং মার্মা (বেবি)। ডমেচিং রুমা সদর ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, স্বামী ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর ডমেচিং ডেঙ্গু রোগে আক্রান্ত হলে প্রথমে তাকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের সিএসসিআর ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার ভোর পৌনে পাঁচটায় মারা যান।

রুমা ইউএনও কার্যালয়ের অফিস সহকারী মিটু দাশ বলেন, তিনি আজ সকালে মারা যাওয়ার পর লাশ চট্টগ্রাম থেকে বান্দরবানে নিয়ে আসা হচ্ছে।

এদিকে, তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ তার মরদেহ চট্টগ্রাম থেকে তার নিজ বাড়ি রুমা উপজেলায় নিয়ে আসা হচ্ছে বলে জানায় পরিবারের স্বজনরা।

প্রসঙ্গত, বান্দরবান পার্বত্য জেলায় এই প্রথম কোন ডেঙ্গু রোগী মারা গেছেন। 

কেএসটি

আরও সংবাদ