ভেস্তে গেল প্রবাসী মুরাদের বিয়ে

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৮, ২০১৯, ০২:২৮ পিএম ভেস্তে গেল প্রবাসী মুরাদের বিয়ে

বিয়ে করতে বিদেশ থেকে বাড়ি ফেরেন মুরাদ আলী। তার বাবা মোমিন হোসেন কনেও ঠিক করেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিয়ের দিন ধার্য করে কনে ও বরপক্ষ। কিন্তু কনে সাবালিকা না হওয়ায় বিয়ে ভেঙে দিল উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের লোকজন। ঘটনাটি ঘটেছে পাবনার চাটমোহরে।

চাটমোহর উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর সূত্র বলছে, কনের বাড়ি লাউতিয়া গ্রামে। সে সেন্ট রিটার্স উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। আর মুরাদ হোসেন ভাদরা গ্রামের বাসিন্দা।

সূত্র আরও জানায়, বিকালের দিকে অতিথিদের খাওয়াদাওয়ার পর্ব শেষ হয়। সন্ধ্যার পর বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর প্রাক্কালে সেখানে হাজির হন চাটমোহর মহিলাবিষয়ক কর্মকর্তা আফছার মণ্ডল। বাল্যবিবাহের কুফল নিয়ে আলোচনা ও উভয় পক্ষকে বুঝিয়ে-সুঝিয়ে বন্ধ করে দেন বিয়েটি। সাবালিকা না হওয়া পর্যন্ত ফের বিয়ে দেয়ার চেষ্টা করলে আইনের হাতে সোপর্দ করা হবে বলেও সতর্ক করা হয় মেয়ের বাবাকে। গোপন সূত্রে এ বিয়ের খবর পায় অধিদপ্তরটি।

বিয়ে ভেস্তে যাওয়ায় বিয়েবাড়ির আনন্দ রূপ নেয় নিরানন্দে।

এনআই

আরও সংবাদ