আশুলিয়ায় পুলিশের ওপর হামলা, আটক ১

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৯, ২০১৯, ০৬:০০ পিএম আশুলিয়ায় পুলিশের ওপর হামলা, আটক ১
সন্ত্রাসীদের অতর্কিত হামলার শিকার তিন পুলিশ সদস্য - ছবি : জাগরণ

সাভারের আশুলিয়ায় দুই ব্যক্তিকে জিম্মি করে চাঁদাবাজিকালে দেলোয়ার জমিদার নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় ওই দুই ব্যক্তিকে উদ্ধারকালে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রেজাউল হক দীপু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সুমাইয়া নামের এক কিশোরী একটি ছেলের সাথে পালিয়ে এসে দেলোয়ার জমিদারের বাসায় ভাড়া থাকত। সুমাইয়ার সন্ধানে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে তার ভাই বিল্লাল হোসেন ও বোন মাহমুদা আশুলিয়ায় আসেন। এরপর সুমাইয়ার বাসায় তার ভাই ও বোন প্রবেশ করলে দেলোয়ার তাদের জিম্মি করে চাঁদা দাবি করেন। এ সময় বিল্লাল ৯৯৯-এ ফোন করে জিম্মি ও চাঁদা দাবির ঘটনাটি পুলিশকে জানান।

এরপর আশুলিয়া থানা পুলিশের একটি দল তাদের উদ্ধারের জন্য দেলোয়ারের বাসায় আসে। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জিম্মিদের উদ্ধারের চেষ্টা করলে দেলোয়ার জমিদার ও তার সঙ্গীয় লোকজন পুলিশের ওপর হামলা চালায়।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রেজাউল হক দীপু জানান, জিম্মি করে চাঁদা দাবি ও পুলিশের ওপর হামলার ঘটনায় দেলোয়ার জমিদার নামের ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।

এ ঘটনায় আশুলিয়া থানায় দেলোয়ারের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এনআই

আরও সংবাদ