ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২০, ০৭:০৪ পিএম ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী হত্যা মামলায় ৪ জনের ফাঁসি
ফাঁসির আদেশপ্রাপ্ত জিয়াউল হক  -  ছবি : জাগরণ

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী আব্দুল হান্নান বাহার হত্যা মামলায় ৪ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৬ জানুয়ারি) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সফিউল আজম এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মো. নুরু মিয়া, কাদির হোসেন, জিয়াউল হক ও লোকমান। তাদের মধ্যে জিয়াউল হক রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন, বাকি আসামিরা পলাতক।

আদালত সূত্রে জানা গেছে, নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার অম্বরনগর গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুল হান্নান বাহার ঢাকার চকবাজারে কসমেটিক ও ইমিটেশনের ব্যবসা করতেন। ২০১৪ সালের ৪ আগস্ট দুপুরে বাহার কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা এলাকায় পাইকার লোকমান খানের কাছে বকেয়া আদায় করতে যান। বাহারকে তার পাওনা টাকা পরিশোধ করবেন বলে বাঙ্গরা বাজারে ডেকে নেন লোকমান।

৬ আগস্ট রাতে আসামিরা বাহারকে নির্যাতন শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর লঞ্চঘাটের বিপরীত দিকে তিতাস নদীতে ফেলে তার মৃত্যু নিশ্চিত করে। এরপর ৮ আগস্ট বিকেলে নদী থেকে বাহারের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এনআই

আরও সংবাদ