শ্বশুরের মামলায় এসআই শ্রীঘরে

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২০, ০৬:০৭ পিএম শ্বশুরের মামলায় এসআই শ্রীঘরে
এসআই নাসির আহম্মেদ  -  ছবি : জাগরণ

আদালতে শ্বশুরের করা নারী নির্যাতন ও যৌতুক মামলায় শ্রীঘরে যেতে হলো জামাই এসআই নাসির আহম্মেদকে। সোমবার (১৩ জানুয়ারি) পাবনার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ওলিউল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। নাসির আহম্মেদ ঢাকার (ডিএমপি) যাত্রাবাড়ী থানায় কর্মরত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার ধার্য তারিখের আগেই আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেছিলেন নাসির আহম্মেদ। ৫ লাখ টাকা যৌতুক দাবিতে মেয়ে রুবিনার ওপর নির্যাতন চালানোর অভিযোগ এনে মামলাটি করেন তার শ্বশুর সাইফুল ইসলাম। একই আদালতে করা মামলায় আরও চারজনকে আসামি করা হয়েছে। বাকি আসামিরা হলেন মোস্তাক আহম্মেদ, সালমা আহম্মেদ ও লাকী খাতুন। চাকরি পাওয়ার আগে পারিবারিকভাবেই রুবিনার সঙ্গে বিয়ে হয় নাসির আহম্মেদের।

এনআই

আরও সংবাদ