খুলনা জেলা পরিষদের সাবেক প্রধান সহকারী মিজান গ্রেফতার

জাগরণ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২০, ০৭:৫৮ পিএম খুলনা জেলা পরিষদের সাবেক প্রধান সহকারী মিজান গ্রেফতার
দুদকের হাতে গ্রেফতারকৃত মো. মিজানুর রহমান - ছবি : জাগরণ

খুলনা জেলা পরিষদের সাবেক প্রধান সহকারী মো. মিজানুর রহমানকে (৫০) গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে জেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে প্রায় ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে বলে দুদক সূত্র জানায়।

দুদকের সহকারী পরিচালক ও মামলার বাদী ও তদন্তকারী কর্মকর্তা তরুণ কান্তি ঘোষ জানান, খুলনা জেলা পরিষদের সাবেক প্রধান সহকারী মো. মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে ৪০৯/৪২০ ধারায় ১৯৪৭ সনের ২ নম্বর দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার মামলা দায়ের করার পর মিজানকে আটক করা হয়। তার বিরুদ্ধে শিডিউল বিক্রয় বাবদ ২৬ লাখ ১৮ হাজার ৯৮০ টাকা, ভ্রমণ ভাতা বাবদ ১ লাখ ৮৩ হাজার ৫০৮ টাকা, নদীর খেয়াঘাটের খাস আদায় বাবদ ২১ লাখ ৩২ হাজার ১২০ টাকাসহ মোট ৪৯ লাখ ৩৪ হাজার ৬০৮ টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। এর মধ্য থেকে আসামি মিজান ১৩ লাখ টাকা জেলা পরিষদের তহবিলে জমা দিয়েছেন।

এনআই

আরও সংবাদ