গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২০, ০৪:৪৬ পিএম গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
সংগৃহীত ছবি

লকডাউন উপেক্ষা করে গাজীপুর মহানগরের ভোগড়া, বাসন সড়ক, চৌরাস্তা কোনাবাড়ী, বোর্ড বাজার, শ্রীপুর এলাকায় কমপক্ষে ১৫টি পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা।

ঘটনাস্থলে পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করছে। শ্রমিকদের বক্তব্য, করোনা আতঙ্ক নিয়েও কাজ করিয়ে বেতন না দিলে তাদের খাওয়ার কোন উপায় নাই। কারখানা কর্তৃপক্ষ জানায়, লকডাউনের কারণে বৃহস্পতিবার তাদের বেতন দেয়া সম্ভব হয়নি। বিকাশ নম্বর কালেকশন করা হচ্ছিল। যাদের বিকাশ অ্যাকাউন্ট নাই তারা বিক্ষোভ করে।

জেডএইচ/এসএমএম

আরও সংবাদ