জোচ্চুরি করে চাল আত্মসাৎ বেতাগী কৃষকলীগ নেতার

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২১, ২০২০, ০৫:১১ পিএম জোচ্চুরি করে চাল আত্মসাৎ বেতাগী কৃষকলীগ নেতার
ইমন এন্টারপ্রাইজ সত্বাধিকারী সেলিম খান ● জাগরণ

বরগুনার বেতাগীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর বেতাগী উপজেলার ডিলার ইমন এন্টারপ্রাইজের কর্নধার হলেন ক্যাপ্টেন (অব. অনারারি) সেলিম খান। যিনি একই সাথে বেতাগী উপজেলা কৃষকলীগের কমিটির সভাপতি। অথচ ওই কমিটিতে কোনও সক্রিয় সদস্য নাই। আর সে কারণে সংগঠনের সব রকম সুযোগ-সুবিধা একাই ভোগ করছেন তিনি। এই সুযোগে নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে আত্মসাৎ করছেন টিসিবির সুলভ মূল্যের চালসহ নানা পণ্য-সামগ্রী।

সম্প্রতি এক অভিযানের তার বিরুদ্ধে ওজনে জোচ্চুরি করে চাল আত্মসাতের প্রমাণ মিলেছে।

বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নে তার প্রতিষ্ঠান ইমন এন্টারপ্রাইজ শুরু থেকে ক্রেতাদের ওজনে কম দেয়ার অভিযোগ রয়েছে।

সম্প্রতি এক অভিযানে স্থানীয় প্রশাসন ও স্থানীয় জনগণের কাছে তা হাতেনাতে ধরা পড়ে বিষয়টি। জরিমানাও করা হয় ১০ হাজার টাকা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ম্যাজিস্ট্রেট রাজিব আহসান দৈনিক জাগরণকে বলেন,  ডিলার সেলিম খান স্বীকার করেছেন, তিনি ওজনে কম দিয়ে চাল আত্মসাৎ করেছেন। তাই দণ্ডবিধির ২৬৪ ধারায় তাকে জরিমানা করা হয়েছে।

ওজনের জোচ্চুরি নিয়ে সেলিম খানের বিরুদ্ধে খেপে আছেন এলাকাবাসী। ক্ষুব্ধ দলের স্থানীয় নেতৃবৃন্দও।

তাদের দাবি, জোচ্চুর সেলিম খানকে দল থেকে পদত্যাগ করতে হবে নতুবা তাকে বহিষ্কারাদেশ দেয়া হোক।

অন্যদিকে সেলিম খানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এলাকাবাসী।

এসএমএম

আরও সংবাদ