সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. উত্তমকে দুদকে তলব

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১, ২০১৯, ০২:৫৬ পিএম সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. উত্তমকে দুদকে তলব

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়াকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মেডিকেলের যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়ম ও শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাকে তলব করা হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে তলবি নোটিশটি পাঠানো হয়। আগামী ৫ ডিসেম্বর তাকে উপস্থিত হয়ে বক্তব্য দেয়ার জন্য বলা হয়েছে। 

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের উপ-পরিচালক শামছুল ইসলাম সই করা চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে। 

সূত্র জানায়, হাজিরার সময় উত্তম কুমার বড়ুয়াকে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও ২০১৫-১৬ অর্থবছর থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত মেডিকেল কলেজের যন্ত্রপাতি ক্রয়ের তালিকা ও ব্যয়িত অর্থের হিসাবের নথিপত্র সঙ্গে নিয়ে আসার জন্য বলা হয়েছে।

কেনাকাটায় দুর্নীতির অভিযোগ ছাড়াও তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

এইচএস/টিএফ

আরও সংবাদ