• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৭, ২০১৯, ১২:৪৯ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৭, ২০১৯, ১২:৪৯ পিএম

মাহী ও তার স্ত্রীকে দুদকের ফের তলব

মাহী ও তার স্ত্রীকে দুদকের ফের তলব
প্রেসিডিয়াম সদস্য মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হক লোপা- ছবি: সংগৃহীত

বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হক লোপাকে ২৫ শে আগস্ট ফের তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের জিজ্ঞাসাবাদে হাজির না হওয়ায় ফের তাদের তলব হয়েছে।

এর আগে, গত রবিবার (৪ আগস্ট) মাহী বি চৌধুরী ও তার স্ত্রীকে দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের ঠিকানায় জিজ্ঞাসাবাদে হাজির হওয়ার জন্য তলবি নোটিশ পাঠানো হয়। দুদকের উপ-পরিচালক জালাল উদ্দিনের সই করা আলাদা নোটিশে এ দম্পতিকে ৭ আগস্ট সকাল ১০টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়।

যুক্তরাষ্ট্রে শতকোটি টাকা পাচারের অভিযোগে মাহী বি চৌধুরী ও তার স্ত্রী লোপার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। অভিযোগে বলা হয়েছে, মাহী ও তার স্ত্রী লোপা বিভিন্ন সময়ে শত কোটি টাকা আমেরিকায় পাচার করেছেন। অজ্ঞাত খাত থেকে আয়ের টাকা কৌশলে বিদেশে নিয়ে গেছেন। বিএনপির শাসনামল ও বিভিন্ন সময়ে ক্ষমতার অপব্যবহারের করে তারা অবৈধ অর্থের মালিক হয়েছেন বলে অভিযোগ আসে দুদকে। এসব অভিযোগ দুদকে এলে প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় সংস্থাটি।


জেড এইচ/টিএফ

আরও পড়ুন