ঋণখেলাপিদের টাকা ব্যাংকে ফেরত দিতেই হবে : অর্থমন্ত্রী 

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৬, ২০১৯, ০৬:০২ পিএম ঋণখেলাপিদের টাকা ব্যাংকে ফেরত দিতেই হবে : অর্থমন্ত্রী 
আ হ ম মোস্তফা কামাল - ফাইল ছবি

অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, ব্যাংক থেকে নেয়া টাকা ঋণখেলাপিদের ফেরত দিতেই হবে। তারা যে টাকা নিয়েছেন, তা জনগণের টাকা। এই টাকা ফেরত দেয়া ছাড়া কোনো পথ খোলা নেই। তবে টু পারসেন্ট (২ শতাংশ) টাকা ফেরত দিয়ে রিশিডিউল করে খেলাপি তালিকা থেকে তারা মুক্ত হতে পারবেন। শিগগিরই ব্যাংকিং কমিশন গঠন করা হবে বলেও জানান মন্ত্রী। 

আজ বুধবার (৬ নভেম্বর) বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে  সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ব্যাংকের অর্থ আদায়ে আমরা একটু সময় বাড়িয়ে দিয়েছি, এর মানে এই নয় যে আমরা ছাড় দিয়েছি। আমরা দেশের মানুষের জন্য ব্যবসাবান্ধব আইন করতে চাই। 

তিনি বলেন, যারা ভালো ঋণগ্রহিতা, তাদের জন্য জামানত গুরুত্বপূর্ণ নয়। তাদের প্রতি সরকার ও ব্যাংক সহানুভূতিশীল।

এমএএম / এফসি

আরও সংবাদ