• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০১৯, ০৩:৪৮ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৩১, ২০১৯, ০৩:৫১ পিএম

অর্থমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে ক্ষোভ ঝাড়লেন কৃষিমন্ত্রী

অর্থমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে ক্ষোভ ঝাড়লেন কৃষিমন্ত্রী
ড. আব্দুর রাজ্জাক (বাঁয়ে) ও আ হ ম মোস্তফা কামাল - ফাইল ছবি

আমন ধান সংগ্রহ, পেঁয়াজের ফলন বাড়াতে প্রণোদনা দেয়াসহ খাদ্যের সংকট নিরসনে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে অর্থমন্ত্রী অংশ না নেয়ায় প্রকাশ্যে ক্ষোভ ঝাড়লেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। গুরুত্বপূর্ণ এ বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের অনুপস্থিতিতে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তার অসন্তোষ প্রকাশ করেন।

কৃষিমন্ত্রী বলেন, অতি গুরুত্বপূর্ণ ছিল আজকের এই বৈঠক। গুরুত্ব অনুধাবন করে অর্থমন্ত্রীর আজকের বৈঠকে উপস্থিতি প্রয়োজন ছিল। কিন্তু তিনি আজ এলেন না। প্রধানমন্ত্রীর সঙ্গে তার (অর্থমন্ত্রী) কোনো বৈঠকের কথাও আমাদের জানা নেই। তাহলে কেন তিনি আসবেন না।

আব্দুর রাজ্জাক বলেন, বর্তমান সরকারের সময়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির এটি দ্বিতীয় বৈঠক। এর আগের বৈঠকেও অর্থমন্ত্রী অংশ নেননি। 

কৃষিমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, এর আগে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই কমিটির একটি বৈঠকেও অনুপস্থিত থাকেননি। 

এমএএম/ এফসি

আরও পড়ুন