মুজিববর্ষে বিনা সুদে কৃষকদের ঋণ দেবে সোনালী ব্যাংক

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২০, ০৯:৪৮ এএম মুজিববর্ষে বিনা সুদে কৃষকদের ঋণ দেবে সোনালী ব্যাংক

মুজিববর্ষ উপলক্ষে কৃষকদের মধ্যে সুদমুক্ত ঋণ দেয়ার উদ্যোগ নিয়েছে সোনালী ব্যাংক। এই উদ্যোগের ফলে বিনা সুদে  ৫০ কোটি টাকা ঋণ পাবেন কৃষকদের মধ্যে ভালো ঋণ গ্রহীতারা।

শিগগিরই পরিচালনা পর্ষদ এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান।

কোন ধরনের কৃষকরা পাবেন এই সুদ মুক্ত ঋণ- তাও চুড়ান্ত করেছে ব্যাংকটি। ঋণ দেয়া হবে গবাদি পশুপাখি পালন, সবজি ও ফল চাষে।

কৃষি ঋণ বিতরণ ও আদায়ে নতুন কয়েকটি পরিকল্পনা আছে বলেও জানায় ব্যাংক কর্তৃপক্ষ।

গেলো অর্থবছরে স্বল্প সুদে ১২’শ কোটি টাকার কৃষি ঋণ বিতরণ করে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক।

এসএমএম

আরও সংবাদ