কলেজে ভর্তির কার্যক্রম এ মাসেই শুরু : শিক্ষামন্ত্রী

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ১৩, ২০২০, ১২:০৬ এএম কলেজে ভর্তির কার্যক্রম এ মাসেই শুরু : শিক্ষামন্ত্রী
 শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ● ফাইল ছবি

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হলেও একাদশে কবে ভর্তি, তা জানা নেই শিক্ষার্থীদের।

শিক্ষকরা বলছেন, সব প্রস্তুতি নেয়া আছে এখন অপেক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার।

শুক্রবার (১২ জুন) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গণমাধ্যমকে জানান, অনলাইনে হবে ভর্তি কার্যক্রম। চলতি মাসে বৈঠকের পরেই দেয়া হবে নির্দেশনা।

ফাঁকা কলেজ ক্যাম্পাস, নেই শিক্ষার্থীদের মুখর পদচারণা। করোনাভাইরাস (কোভিড-১৯) এ জীবন-জীবিকার সাথে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রমও। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানেই এমন শূন্যতা।

করোনায় কারণে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়, মাসখানেক দেরিতে। ৩১ মে ফল প্রকাশ হলেও এখনও জানা যায়নি কবে শুরু হচ্ছে, একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম। এই নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা আর অনিশ্চয়তায় শিক্ষার্থীরা।

শিক্ষকরা বলছেন, প্রস্তুতি নেয়া আছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই শুরু হবে ভর্তি কার্যক্রম।

দীপু মনি জানান, শিগগিরই বৈঠক করে নির্দেশনা জানাবে মন্ত্রণালয়।

এসএমএম

আরও সংবাদ