• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২০, ০৭:৫৬ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৩, ২০২০, ০৭:৫৬ পিএম

৩১ মে এইচএসসি পরীক্ষা শুরুর লক্ষ্য বোর্ডের

৩১ মে এইচএসসি পরীক্ষা শুরুর লক্ষ্য বোর্ডের
ফাইল ছবি

আগামী ৩১ মে থেকে এইচএসসি পরীক্ষা শুরুর লক্ষ্যে কাজ করছে শিক্ষা বোর্ড।

বোর্ড বলেছে, আগামী সপ্তাহেই তারা রুটিন তৈরির কাজ শুরু করবে।

করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে এসএসসি পরীক্ষার খাতা বোর্ডে আসবে। এরপরই ফল প্রকাশ হবে।

করোনাভাইরাস সংক্রমণ রোধে গত ১৮ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। একই সাথে স্থগিত রয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা যা ১ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল।

এই পরীক্ষা কবে হবে তা নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থী এবং অভিভাবকরা। সেই সাথে চলতি শিক্ষাবর্ষের সিলেবাস কিভাবে শেষ হবে তা নিয়েও চিন্তায় আছেন তারা।

শিক্ষা বোর্ড বলছে, সব প্রস্তুতি নেয়া আছে, পরিস্থিতি স্বাভাবিক হলেই এইচএসসি পরীক্ষা নেয়া হবে। সেক্ষেত্রে ৩১ মে থেকে পরীক্ষা শুরুর চিন্তা-ভাবনা চলছে। পরীক্ষার রুটিন আগের মতই থাকবে শুধু তারিখ পরিবর্তন করা হবে।

পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে ঐচ্ছিক ছুটি কমিয়ে ফেলা হবে বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়।

এসএমএম

আরও পড়ুন