হাসপাতাল রোগী ফিরিয়ে দিলে প্রয়োজনে লাইসেন্স বাতিল

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ১২, ২০২০, ০২:৩০ পিএম হাসপাতাল রোগী ফিরিয়ে দিলে প্রয়োজনে লাইসেন্স বাতিল

করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত নন এমন রোগীদের চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে ভোগান্তি চরমে পৌঁছার পর, টনক নড়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের। হুঁশিয়ারি দিয়েছে কোনও বেসরকারি হাসপাতাল রোগীদের ফিরিয়ে দিলে প্রয়োজনে লাইসেন্স বাতিলের মতো পদক্ষেপ নেবে। 

মঙ্গলবার (১২ মে) জারি করা এক নির্দেশনায় এমন বার্তা দেয়া হয়।

নির্দেশনায় বলা হয়, সব বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে সন্দেহভাজন করোনা রোগীদের জন্য চিকিৎসার আলাদা ব্যবস্থা থাকতে হবে। চিকিৎসা সুবিধা থাকা সত্ত্বেও কোন রোগীকে ফেরত দেয়া যাবে না। 

রেফার করতে হলে স্বাস্থ্য অধিদফতরের কোভিড হাসপাতাল নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ করে তা করতে হবে। 

এছাড়াও বলা হয়েছে, দীর্ঘদিন ধরে যেসব রোগী কিডনি ডায়ালিসিসসহ বিভিন্ন চিকিৎসা গ্রহণ করছেন তাদের চিকিৎসা অব্যাহত রাখতে হবে।

নির্দেশনার ব্যত্যয় ঘটলে, প্রচলিত বিধান অনুযায়ী হাসপাতালের লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এসএমএম

আরও সংবাদ