টেক্সাসে আছড়ে পড়েছে হারিকেন ‘হানা’

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৬, ২০২০, ১১:১৪ এএম টেক্সাসে আছড়ে পড়েছে হারিকেন ‘হানা’

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আছড়ে পড়েছে হারিকেন ‘হানা’। এরই মধ্যে এ ঘূর্ণিঝড়কে প্রাণঘাতী হিসেবে উল্লেখ করেছে টেক্সাস কর্তৃপক্ষ। 

টেক্সাস অঙ্গরাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট ৩২টি কাউন্টিতে দুর্যোগকালীন অবস্থা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, করোনাভাইরাস পরিস্থিতিতে জরুরি সেবার কার্যক্রম পরিচালনা করা জটিল হতে পারে।

এর আগে শনিবার (২৫ জুলাই) পাদ্রে দ্বীপে আছড়ে পড়ে ‘হানা’। এরপর তা করপাস ক্রিস্টি ও ব্রাউন্সভিলে তাণ্ডব চালায়। বর্তমানে প্রতি ঘণ্টায় ১৪৫ কিলোমিটার বেগে তাণ্ডব চালাচ্ছে হানা।

‘হানা’ ক্যাটাগরি-১ পর্যায়ের একটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। সাফির-সিম্পসন স্কেলে যেটি সবচেয়ে দুর্বল পর্যায়।

গভর্নর গ্রেগ অ্যাবট জানান, যেকোনও ঘূর্ণিঝড়ই একটি বিশাল চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ জটিল এবং আরও তীব্র হয়ে উঠেছে, কারণ এটি এমন একটি অঞ্চলে আঘাত হানছে, যেটি কোভিড-১৯ এর চ্যালেঞ্জ মোকাবেলা করছে।

ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) সতর্ক করেছে, পোর্ট ম্যানসফিল্ড থেকে সারজেন্ট পর্যন্ত টেক্সাস উপকূলের কিছু অংশে প্রাণঘাতী হিসেবে তাণ্ডব চালাবে ‘হানা’। সেজন্য জরুরি সেবাদানকারীদের পরামর্শ অনুযায়ী স্থানীয় বাসিন্দাদের চলতে অনুরোধ করেছে এনএইচসি। বিবিসি

কেএপি

আরও সংবাদ