• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৮, ২০২০, ১২:০০ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৮, ২০২০, ১২:০০ এএম

তাইওয়ানের পার্লামেন্টে মারামারি-ধস্তাধস্তি

তাইওয়ানের পার্লামেন্টে মারামারি-ধস্তাধস্তি
মারামারির একটি দৃশ্য ● ইন্টারনেট

তাইওয়ানের পার্লামেন্টে মারামারির ঘটনা ঘটেছে। শুক্রবার দেশটির পার্লামেন্টে তর্কাতর্কি থেকে মারামারি শুরু হয়। এ ছাড়াও একে অন্যদের দিকে প্লাস্টিকের বোতল, ওয়াটার বেলুন এমনকি মুখে পানির গ্লাসও ছুড়ে মারেন। 

জানা যায়, শুক্রবার আইনপ্রণেতাদের কমিটির সভা ছিল। এতে কেএমটির এমপিদের সঙ্গে ক্ষমতাসীন ডিপিপির এমপিদের হাতাহাতি একপর্যায়ে মারামারি শুরু হয়। কেএমটির এমপিরা ডিপিপির এমপিদের মেঝেতে আছড়ে ফেলে দেন। ডিপিপির এমপিরা যাতে বিল পাসে সমর্থন দিতে না পারে, এ কারণে মাইকের তারও খুলে ফেলা হয়। এ সময় স্থানীয় সরকারের কর্মকর্তা, মন্ত্রী ও সরকারি সংস্থার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এক ভিডিওতে দেখা যায়, তাইওয়ানের পার্লামেন্ট অধিবেশনে সরকার ও বিরোধী দলের আইনপ্রণেতারা হাতাহাতি করছেন। চিৎকার-চেঁচামেচি তো আছেই।

কেএপি

আরও পড়ুন