• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৪, ২০২০, ১১:৩১ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৪, ২০২০, ১১:৩১ এএম

আস্থা ভোটে উৎরে গেলো মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রস্তাব

আস্থা ভোটে উৎরে গেলো মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রস্তাব
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন ● ফাইল ছবি

পার্লামেন্টের আস্থা ভোটে উৎরে গেলো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের প্রস্তাব। সোমবার ছিলো এ ভোটাভুটি।

স্পিকার আরিফ মোহাম্মদ ইউসুফকে অপসারণে তার সরকার যে অনাস্থা প্রস্তাব তুলেছিলো; তাতে সমর্থন জানান ১১১ আইনপ্রণেতা। বিপক্ষে ভোট দেন ১০৯ জন, বাকি দু’জন অনুপস্থিত ছিলেন। এরফলে, নতুন স্পিকার হিসেবে স্থলাভিষিক্ত হচ্ছেন আজহার আজিজিয়ান হারুন।

মার্চে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরই অর্থনীতি এবং বাণিজ্যিক কর্মকাণ্ড নিয়ে কঠোর নিন্দা-সমালোচনায় পড়ে মুহিউদ্দিন সরকার। যদিও, সেসবকে পাত্তা না দিয়েই আগাম নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী।

কেএপি

আরও পড়ুন