কৃষ্ণা রায়কে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া প্রশ্নে রুল

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২০, ০৯:০০ এএম কৃষ্ণা রায়কে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া প্রশ্নে রুল
বাসচাপায় পা হারানো কৃষ্ণা রায় -ফাইল ছবি

রাজধানীতের ট্রাস্ট পরিবহনের বাসচাপায় পা হারানো কৃষ্ণা রায়কে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেনো নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

রোববার (৫ জানুয়ারি) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেয়। 

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে এই রুল দেয় আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইমরান হোসাইন ও রাষ্টপক্ষে সহকারি অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।

১৭ নভেম্বর (রোববার) কৃষ্ণা রায়ের স্বামী ক্ষতিপূরণ চেয়ে রিট আবেদনটি দায়ের করেছিলেন।

এমএ/এসএমএম 

আরও সংবাদ