বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের স্মৃতিস্তম্ভে পুষ্পাঞ্জলি অর্পণ

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০১৯, ০৮:১১ পিএম বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের স্মৃতিস্তম্ভে পুষ্পাঞ্জলি অর্পণ
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতিস্তম্ভে পুষ্পাঞ্জলি অর্পণ করা হচ্ছে  -  ছবি : জাগরণ

বিনম্র শ্রদ্ধায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সকালে পৌর এলাকার শেষ প্রান্তে মহানন্দা নদীর তীরে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাতস্থলে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পাঞ্জলি অর্পণ করেন মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ সপার, পৌরসভাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সংগঠনের নেতারা।

কুয়াশাঘেরা মেঘলা সকালে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাতস্থলে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, ফেরদৌসী ইসলাম জেসী এমপি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. ইকবাল হোছাইন, ওসি জিয়াউর রহমান পিপিএম ও আওয়ামী লীগ নেতা মেসবাহুল শাকের জ্যোতি।

এ ছাড়া শ্রদ্ধা জানান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি, ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. নাসরিন আখতার, সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান, আওয়ামী লীগ নেতা ডা. গেলাম রাব্বানী, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনুর রহমান, শাহ আলম প্রমুখ।

অন্যদিকে সোনামসজিদে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবরে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া করা হয়।

এনআই

আরও সংবাদ