আমরণ অনশনে ঢাবি শিক্ষার্থীরা

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২০, ০৪:১৫ পিএম আমরণ অনশনে ঢাবি শিক্ষার্থীরা
ভোটের তারিখ পরিবর্তনের দাবিতে আমরণ অনশনে ঢাবি শিক্ষার্থীরা-ছবি : সংগৃহীত

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে আমরণ অনশনে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্ধশতাধিক শিক্ষার্থী। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।

আমরণ অনশনরত শিক্ষার্থী জগন্নাথ হল সংসদের ভিপি উৎপল বিশ্বাস বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রাব্বানী বলেন, শিক্ষার্থীদের দাবির সঙ্গে সবাই একমত। তবে দাবি আদায়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। 

আমরণ অনশনে অংশ নেয়া শিক্ষার্থীরা  ‘পূজা করবো, নাকি ভোট দেবো’, ‘সংবিধানের ৪১ নং অনুচ্ছেদের কি মূল্য নাই?’, ‘হিন্দু মুসলিম ভাই ভাই নির্বাচনটা কি পূজার দিনেই তাই?’, ‘ধর্ম আমার অধিকার, ভোট আমার অধিকার কোন দিকে যাই’ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড বহন করছেন।

এসএমএম

আরও সংবাদ