উপরতলার কিছু পরিবর্তন আনলেই সব পরিচ্ছন্ন হয়ে যাবে না : মেনন

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০১৯, ০৯:১২ পিএম উপরতলার কিছু পরিবর্তন আনলেই সব পরিচ্ছন্ন হয়ে যাবে না : মেনন
রাশেদ খান মেনন-ফাইল ছবি

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেছেন, ছাত্র সংগঠনে উপরতলার কিছু পরিবর্তন আনলেই সব পরিচ্ছন্ন হয়ে যাবে না। এর জন্য প্রয়োজন রাজনৈতিক দল সমূহ থেকে ছাত্র সংগঠনসমূহকে বিযুক্ত করা। গণতান্ত্রিক অবস্থায় তাদের নেতৃত্বে নির্বাচন করা। ছাত্র সংগঠনকে কলুষমুক্ত করতে ছাত্রনেতাদের কর্তৃত্ববাদী আচরণ বন্ধ করতে সংগঠনকে যুক্ত করতে হবে সাধারণ ছাত্রদের সাথে এবং ছাত্রদের স্বার্থরক্ষায় দলকে পরিচালনা করতে হবে।

রোববার (২২ সেপ্টেম্বর) ছাত্র মৈত্রীর আয়োজিত ‘শিক্ষা দিবসের চেতনা এবং শহীদ জুবায়ের চৌধুরী রীমু’র আত্মত্যাগ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সাধারণ সম্পাদক কাজী আবদুল মোতালেব জুয়েলের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছাত্র মৈত্রীর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতা শহীদ রীমুর মাতা জেলেনা চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুব মৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি তৌহিদুর রহমান, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সহ-সভাপতি শামিল শাহরোখ তমাল, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান বিবর্তন, ঢাকা মহানগর সভাপতি ইয়াতুননেসা রুমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখার সাধারণ সম্পাদক আশরাফুল বিন শাফি রাব্বি।

এ সময় বাংলাদেশ যুব মৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি কায়সার আলম, সহ-সাধারণ সম্পাদক তাপস দাস, অর্থ সম্পাদক কাজী মাহমুদুল হক সেনা, ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি অতুলন দাস আলো সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মেনন বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে শিবিরের হাতে নিহত শহীদ রীমুর আত্মদান সার্থকতা পেয়েছে। সেই ধারাকে অনুসরণ করে ছাত্র আন্দোলনকে সকল প্রকার সাম্প্রদায়িকতা-মৌলবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে। দৃঢ় অবস্থান নিতে হবে শিক্ষাঙ্গনে দুর্নীতি, অনাচার ও কলুষতার বিরুদ্ধে। বাষট্টির শিক্ষা আন্দোলন যে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শিক্ষা প্রতিষ্ঠা করতে চেয়েছিল তাকে বাস্তবায়িত করতে হবে।

টিএস/এসএমএম

আরও সংবাদ