জাতীয় সরকারের প্রস্তাব মনজুরুল খানের একান্তই ব্যক্তিগত : সিপিবি 

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৪, ২০১৯, ০৫:৪৫ পিএম জাতীয় সরকারের প্রস্তাব মনজুরুল খানের একান্তই ব্যক্তিগত : সিপিবি 

দেশের বর্তমান নাজুক ও বিপজ্জনক পরিস্থিতিতে যে জাতীয় সরকার গঠনের প্রয়োজনীয়তার কথা সিপিবি উপদেষ্টা মনজুরুল আহসান খান বলেছেন, একান্তভাবেই তা তার ব্যক্তিগত মতামত। এটি সিপিবির গৃহীত কোনো সিদ্ধান্ত নয়।

সোমবার (১৪ অক্টোবর) সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে এসব কথা বলেন। 

দলের প্রেসিডিয়াম সদস্য ও প্রচার বিভাগ প্রধান আবদুল্লাহ ক্বাফী রতন স্বাক্ষরিত বিবৃতিতে আরও বলা হয়, চলমান দুঃশাসনের অবসান, জনগণের বিপ্লবী ঐক্য গড়ে তোলা এবং জোট-মহাজোটের বাইরে বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তোলার কাজকেই বর্তমান সময়ের প্রধান কাজ বলে বিবেচনা করে বলে সিপিবি। এই লক্ষ্যে অবিচল থেকে সিপিবি নীতিনিষ্ঠভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে ও যাবে বলেও দলের পক্ষ থেকে এ বিবৃতিতে বলা হয়। 

টিএস/টিএফ

আরও সংবাদ