• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০১৯, ০৬:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৯, ২০১৯, ০৬:৪৬ পিএম

সরকারি কর্মচারীদের ইনডেমনিটি দেয়ায় দুর্নীতি বাড়বে: সিপিবি

সরকারি কর্মচারীদের ইনডেমনিটি দেয়ায় দুর্নীতি বাড়বে: সিপিবি

২০১৮ সালের ২০ আগস্ট সরকারি চাকরি আইন ২০১৮ প্রণয়নের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এক ধরনের ইনডেমনিটি প্রদান করায় ক্ষোভ প্রকাশ করেছেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম। তারা বলেন, আইনে এ ধারা দুদকের আইনের যে প্রাধান্য তা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেলায় খর্ব করবে। এতে দুর্নীতি বৃদ্ধি পাবে।

রোববার (২৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিপিবি নেতৃবৃন্দ এসব কথা বলেন। 

বিবৃতিতে সিপিবি নেতারা বলেন, ফৌজদারী মামলা ছাড়াও দুর্নীতির মামলায় আদালত অভিযোগপত্র গ্রহণ করার আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গ্রেপ্তার করতে চাইলে সরকারের অনুমতি নেয়ার যে বিধান সংযুক্ত করা হয়েছে তা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এক ধরনের ‘ইনডেমনিটি’ প্রদান করবে। 

নেতৃবৃন্দ বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি দৃশ্যমান হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রলম্বিত হবে। সরকারি কর্মচারী আইন ২০১৮ সংবিধানের মৌলিক বিধানসমূহের সঙ্গে সাংঘর্ষিক। 

নেতৃবৃন্দ আরো বলেন, বিনাভোটের এ সরকার আমলানির্ভর। তাই বৈষম্যমূলক ও সংবিধানের মৌলিক অধিকার পরিপন্থী এ আইন দিয়ে দুর্নীতিগ্রস্ত আমলাদের দায়মুক্তি প্রদান করে তাদের সমর্থন ধরে রাখতে সরকার মরিয়া হয়ে উঠেছে।

পুনর্বিবেচনা করে আইনের এ ধারা বাতিলের জন্য নেতৃবৃন্দ সরকারের প্রতি আহ্বান জানান।  

টিএস/টিএফ

আরও পড়ুন