কমনওয়েলথে ফিরছে ক্রিকেট

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৪, ২০১৯, ১২:৪৪ পিএম কমনওয়েলথে ফিরছে ক্রিকেট
ফাইল ফটো

মেয়েদের টি-টোয়েন্টি দিয়ে ফের কমনওয়েলথ গেমসে (সিডব্লিউজি) ফিরছে ক্রিকেট ডিসিপ্লিনারি। বার্মিংহ্যামে আসন্ন ২০২২ কমনওয়েলথ গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন সিডব্লিউজির প্রেসিডেন্ট ডেম লইস মার্টিন।

তিনি জানিয়েছেন, ৮ দিনের টুর্নামেন্টে আন্তর্জাতিক নারী ক্রিকেটে শীর্ষে থাকা ৮ দল অংশ নেবে। আনুষ্ঠানিক এক বিবৃতিতে তিনি জানান, ‘আজ ঐতিহাসিক একদিন। কমনওয়েলথ গেমসে ক্রিকেটকে স্বাগত জানাতে পেরে ‍আমরা আনন্দিত।’  

ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি ম্যাচ তদারকি ছাড়াও ম্যাচ অফিশিয়ালদের নিযুক্ত করে কমনওয়েলথ ফেডারেশনকে সহযোগিতা করবে। 

এর আগে, ১৯৯৮ সালে সবশেষ কমনওয়েলথ গেমসে ক্রিকেট যুক্ত ছিল। ৫০ ওভারের ফরম্যাটে সেবার স্বর্ণ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। কুয়ালামপুরে অস্ট্রেলিয়াকে হারিয়ে এই গৌরব অর্জন করেছিল প্রোটিয়ারা। 

এসএইচএস 

  

আরও সংবাদ