• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১১, ২০১৯, ১১:৪১ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১১, ২০১৯, ১১:৪১ এএম

নাপোলিকে পাত্তাই দিলো না বার্সেলোনা

নাপোলিকে পাত্তাই দিলো না বার্সেলোনা
দলীয় প্রচেষ্টার ফল হিসেবেই বড় জয় পেয়েছে বার্সেলোনা। ফটো : টুইটার

প্রাক-মৌসুম ম্যাচের দ্বিতীয় লেগের খেলায় ইতালিয়ান ক্লাব নাপোলিকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে স্পানিশ জায়ান্ট বার্সেলোনা। এর আগে প্রথম লেগের ম্যাচে নাপোলির বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছিল কাতালান ক্লাবটি।

শনিবার (১০ আগস্ট) যুক্তরাষ্ট্রের মিশিগানে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হয়েছিল। তবে দ্বিতীয়ার্ধে বার্সাকে আর রুখে দেয়া যায়নি। 

ম্যাচের ৪৮ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে ডান পায়ের নেয়া শটে বার্সেলোনার হয়ে প্রথম গোলটি করেন লুইস সুয়ারেজ। ৫৬ মিনিটে জর্ডি আলবার পাসে বল পেয়ে ডি বক্সের একদম কাছ থেকে বাঁ পায়ের কিকে ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনার হয়ে প্রথম গোলটি করেন অ্যাতলেটিকো মাদ্রিদের সাবেক তারকা আতোঁয়ান গ্রিজম্যান। 

দুই মিনিট পর উসমান দেম্বেলের পাসে বল নিয়ে ডান পায়ের কিকে আবারো গোল করেন সুয়ারেজ। এরপর ৬৩ মিনিটে ডি জংয়ের পাসে বল পেয়ে দেম্বেলেও গোল করলে বড় ব্যবধানে জিতে যায় ভালভার্দের শিষ্যরা। 

আরআইএস 

আরও পড়ুন