আর্চারকে ধুয়ে দিলেন শোয়েব  

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৮, ২০১৯, ০৯:৩৭ পিএম আর্চারকে ধুয়ে দিলেন শোয়েব  
ফাইল ফটো

শনিবার লর্ডস টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ড পেসার জোফরা আর্চারের বাউন্সার আঘাত হানে স্টিভ স্মিথের বাঁ কানের নিচে। তাৎক্ষণিকভাবে মাটিতে লুটিয়ে পড়েন স্মিথ। তবে তাকে মাটিতে শুয়ে পড়তে দেখেও এগিয়ে আসেননি আর্চার। 

ইংল্যান্ড ফাস্ট বোলারের এমন আচরণ দেখে রীতিমতো অবাক হয়েছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতার। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’ লিখেছেন, ‘বাউন্সার ক্রিকেটেরই অংশ। কিন্তু কোনো বোলারের ডেলিভারিতে যখনই আহত হন কোনো ব্যাটসম্যান, তখন সৌজন্যবশতই ব্যাটসম্যানের পাশে গিয়ে দাঁড়ানো উচিত বোলারের। 

ক্ষোভ প্রকাশ করে শোয়েব আরও বলেন, ‘স্মিথ আহত হওয়ার পরে আর্চার ব্যাটসম্যানের কাছে না গিয়ে দূরে সরে যায়। ওর এমন আচরণ আমার কাছে মোটেও ক্রিকেটীয় মনে হয়নি। আমি এরকম পরিস্থিতিতে সব সময়ে ব্যাটসম্যানের কাছে আগে দৌড়ে গিয়েছি।’ 

এদিকে আর্চারের বাউন্সারের আঘাতে অ্যাশেজের দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে মাঠে নামতে পারছেন না স্মিথ। তার পরিবর্তে পঞ্চম দিনে দলে অন্তর্ভুক্ত হয়েছেন মারনাস ল্যাবুশানে। 

এসএইচএস 

আরও সংবাদ